April 25, 2024
আঞ্চলিক

রামপালে সুন্দরবন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র সংবাদ সম্মেলন

 

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রামপাল প্রেসক্লাবে সুন্দরবন প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’র পরিচালক মোঃ নাজমুল ইসলাম এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল বলেন যে, গত ১৪/৬/২০১৯ ইং তারিখে দৈনিক পূর্বাঞ্চল সহ কয়েকটি আঞ্চলিক, জাতীয় দৈনিক  ও অনলাইন পত্রিকায় ২৫/৫/২০১৯ইং তারিখে আমার প্রতিষ্ঠানে মা ও মেয়ে মারা যাওয়া সংক্রান্ত যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আদৌ সঠিক নয়। তিনি বলেন যে, ঐ রোগী আমার প্রতিষ্ঠানে আসলে আমি তাকে অন্য  স্থানে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই এবং তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় যার ভর্তি সিরিয়াল নং-২৫৮/১৯।

এরপর তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা যায়। তাকে ও তার প্রতিষ্ঠান জড়িয়ে কেন এরূপ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হল, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকৃত সত্য উদঘাটনের আহবান জানান। এছাড়া তিনি আরো জানান যে, তার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বড়দিয়ার মৃত আঃ আজিজ এর পুত্র সবুর রানা, রামপালের বারিক মল্লিকের পুত্র মল্লিক মোতাহার, হুড়াকা ইউনিয়নের গঙ্গাধর মজুমদারের পুত্র সুজন মজুমদার সহ কয়েক জন লোক সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। তারা আমাকে বিভিন্ন ভয় ও হুমকি দিয়ে থাকে এবং তারা আমাকে বিভিন্ন সময় চাঁদা দিতে বাধ্য করেছে। এছাড়া তারা কিছু দিন পর পর আমাকে ফোন করে এবং মাঝে মাঝে স্বশরীরে উপস্থিত হয়ে বিভিন্ন খরচ খরচার নামে টাকা দাবী করে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের হয়রানী থেকে বাঁচতে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *