October 30, 2024
জাতীয়লেটেস্ট

রামপালে সাবেক ইউপি চেয়ারম্যান আক্তারকে বোমা মেরে হত্যা

রামপাল প্রতিনিধি
বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈনুদ্দীন আক্তারকে বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা ভরসাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উজলকুড় ইউনিয়নের কদমদি গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ সোবহান এর পুত্র খাজা মঈন উদ্দিন আক্তার ভরসাপুর বাসস্টান্ডে কালভার্ট এর পাশে মিকাইল ফকিরের কৃষি পণ্যের দোকানের সামনে দাঁড়ায়ে মোবাইলে কথা বলছিল। এসময় পিছন থেকে এসে কয়েকজন সন্ত্রাসী বোমা হামলা করে পালিয়ে যায়। বোমার শব্দ কুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত আক্তারকে উদ্ধার করে মাইক্রোবাসে করে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায় এবং সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *