রামপালে সংবাদকর্মীদের সাথে জলবায়ু বিষয়ক সভা অনুষ্ঠিত
রামপাল প্রতিনিধি
রামপালে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি)’র স্পেস প্রকল্পের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় রামপাল কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও বার্ষিক জলবায়ু ঝুকির গ্রাম ভিত্তিক জরিপ তথ্য উপাত্ত তুলে ধরেন কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি)’র এরিয়া কো-অর্ডিনেটর আজম রাশেদ। তথ্যে রামপাল উপজেলার তিনটি গ্রাম যথা কামরাঙ্গা, রামপাল সদর ও ঝনঝনিয়া গাব্বুনিয়া গ্রামের ৯শত এর অধিক পরিবারের জলবায়ু ঝুকি, খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সুবিধা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পাশিপাশি জলবায়ু পরিবর্তনে এ এলাকার মানুষের যে ধরনের সমস্যার মুখোমুখী হচ্ছে , সে দিকটি ও রিপোর্টে উঠে আসে।
উল্লেখ্য, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) ২০১০ সাল থেকে রামপালের বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তন, এর সম্ভাব্য ঝুকি এবং করনীয় সম্পর্কে এলাকার সাধারন মানুষকে সচেতন করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাব সেক্রেটারী প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সহঃ অধ্যাপক মোঃ বজলুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, সিডিপি’র শাহনাজ পলি ও শেখ হাফিজ।