October 3, 2024
আঞ্চলিক

রামপালে বিএনপির নেতা খাজা মঈনুদ্দিনের মৃত্যুবার্ষিকীতে সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আকতারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আছর ভরসাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা বিএনপির আহŸায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, ড: শেখ ফরিদুল ইসলাম, শেখ কাফরুল ইসলাম গোরা, হাফিজুর রহমান তুহিন। উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সান্টু, মেহবুবুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদ, জিল্লুর রহমান, মল্লিক মিজানুর রহমান মজনু, হালিম পাটোয়ারী, মরহুমের ভাই সিরাজুল ইসলাম ও ছেলে ফারদিন আলম বাদল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা খাজা মঈনুদ্দিন আকতারকে হত্যার এক বছর পেরিয়ে গেলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয়নি। পরিবার নিরাপত্তাহীন। খুনিরা ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা অবিলম্বে তার খুনিদের গ্রেফতার করার দাবি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *