September 18, 2024
জাতীয়

রাজশাহীতে ১০ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজশাহীর বাঘায় দশ মামলার এক আসামির লাশ উদ্ধার করে পুলিশ বলছে, মাদক বিক্রেতাদের দুই পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। বাঘা থানার ওসি মহসিন আলী জানান, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার কেশবপুরের একটি আম বাগানে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম কালু উপজেলার পাকুড়িয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

ওসির ভাষ্য, কালুর বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় অস্ত্র ও মাদকের দশটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক ও অস্ত্র চোরাচালান করে আসছিলেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তারের জেরে মাদক বিক্রেতাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কালুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ কালুকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, সহকারী পুলিশ সুপার নূরে আলম, জেলা ডিবির এসআই খালেদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই উৎপল কুমার, এসআই উসমান গনি এবং বাঘা থানা এসআই রেজাউল করিম, কনস্টেবল আরিফুল ইসলাম ও মাহাফুজুল আলম আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন  ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই কালুর মৃত্যু হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *