রাজশাহীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক পিকআপের দুই আরোহীর প্রাণ গেছে। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল বারী জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি হাট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন ঢাকার মোহাম্মদপুর লতের চরের জালাল আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম মাওলা (২০)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা থাই গøাসের মিস্ত্রি বলে স্থানীয়দের ধারণা।
পরিদর্শক আবদুল বারী বলেন, ওই স্কুলের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ছিল। থাইগøাস বহনকারী পিকআপটি যাচ্ছিল চাঁপাইনবাবগঞ্জের দিকে। চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি ওই ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়। তাতে পিকআপের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে পিকআপের চালক পালিয়ে যান বলে পরিদর্শক বারী জানান।