October 30, 2024
জাতীয়লেটেস্ট

রাঙামাটিতে দু’পক্ষের গুলি ‘সাতজন’ নিহতের খবর

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাঙামাটির রাজস্থলী উপজেলার গহীন পাহাড়ে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সূত্রে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ কিংবা প্রশাসনের কেউ এ বিষয়টি নিশ্চিত করেননি। গতকাল বুধবার উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় এ ঘটনা ঘটে।

একাধিক সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্র“প ও আরাকান লিবারেশন পার্টির (এএলপি) বিদ্রোহী সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বান্দরবান সীমান্ত ঘেঁষা রাঙামাটির পিজক পাড়ায় বুধবার ভোরে পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস ও জেএসএস সংস্কারপন্থিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এএলপি বিদ্রোহী সাত সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতদের মরদেহ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জানান, দু’পক্ষের গুলিবিনিময়ের কোনো ঘটনা এখনো আমার জানা নেই। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সাতজন নিহত হওয়ার তথ্যও আমাদের কাছে নেই।

তবে ঘটনাস্থল থেকে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুবুল আলম বলেন, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *