April 25, 2024
জাতীয়লেটেস্ট

রাঙামাটিতে গুলিতে নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৪

ভোট শেষে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গুলিতে এক প্রিসাইডং কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত পাঁচজন।

সোমবার বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ হামলা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুরুল আলম জানান।

নিহতদের একজন হলেন প্রিসাইডিং কর্মকর্তা শিজক মহাবিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান। বাকিদের নাম জানা যায়নি।

ওসি বলেন, বাঘাইছড়ির একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা উপজেলা সদরে যাচ্ছিলেন।

“পথে নয় মাইল এলাকায় তাদের উপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত চারজন নিহত হন। আহত হন আরও অন্তত পাঁচজন।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *