April 25, 2024
খেলাধুলা

রশিদ খানকে ব্যঙ্গ করে টুইট, প্রতিবাদে সরব ক্রিকেটাররা

 

 

 

ক্রীড়া ডেস্ক

বর্তমানে আইসিসি’র তিন নম্বর ওয়ানডে বোলার। টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা। স্বাভাবিকভাবেই সীমিত ওভারের ক্রিকেটে রশিদ খান প্রথম সারির ব্যাটসম্যানদের থেকে বাড়তি সমীহ আদায় করে নেন। তবে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নজর কাড়তে ব্যর্থ এই আফগান লেগ-স্পিনার। অফ-ফর্মে থাকা রশিদের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন যায় গত মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে।

ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে বেধড়ক পিটুনি খেয়েছেন রশিদ খান। ইয়ন মর্গ্যানদের আগ্রাসনের সামনে অসহায় রশিদ ৯ ওভারে খরচ করেন ১১০ রান। একটিও উইকেট তুলতে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত এটিই সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স।

এমন লজ্জার নজির গড়ে স্বাভাবিকভাবেই হতাশ রশিদ খান। এরপর আফগান তারকাকে নিয়ে বিতর্কিত টুইট করে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আইসল্যান্ড ক্রিকেটের সেই পোস্ট নিয়ে প্রতিবাদে সরব হন বহু সাবেক ও বর্তমান ক্রিকেটার। রশিদের পাশে দাঁড়িয়ে স্টুয়ার্ট ব্রড, জোফ্রা আর্চার, ইশ সোধির মতো তারকারা আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটের নিন্দা করেছেন।

আইসল্যান্ড ক্রিকেটের তরফে টুইটে রশিদের ছবি পোস্ট করে লেখা হয়, ‘আমরা এইমাত্র শুনলাম রশিদ খান আফগানিস্তানের হয়ে ২০১৯ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেছেন।  ৫৬ বলে ১১০। বিশ্বকাপে কোনো বোলারের করা সব থেকে বেশি রান বা এইরকন কিছু। দারুণ ব্যাট করেছ ইয়ং ম্যান’৷

এমন ব্যঙ্গাত্মক টুইটের বিরুদ্ধে প্রতিবাদী হতে দেখা যায় ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রডকে, যিনি নিজেও একদিন এমন খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে এক ওভারে ৬টি ছক্কা হজম করা ব্রড রি-টুইট করে রশিদকে সমর্থন করেন। তিনি লেখেন, ‘রশিদ বিশ্বমানের বোলার এবং ওর খেলা দেখতে অসাধারণ লাগে। আমাদের খেলায় প্রত্যেকের খারাপ দিন যায়।’

আর এক ব্রিটিশ ক্রিকেটার লুক রাইট লেখেন, ‘জঘন্য টুইট। কাউকে নিয়ে মজা করার থেকে তার সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া উচিত, যে কী না ক্রিকেটের জন্য, বিশেষ করে অ্যাসোসিয়েট ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে।’

জোফ্রা আর্চার আইসল্যান্ড ক্রিকেটের টুইটটিকে ‘ভয়ানক টুইট’ আখ্যা দেন৷। ইশ সোধি লুক রাইটের মতামতকে সমর্থন করে লেখেন, ‘আমিও একমত। রশিদ বিশ্বের লেগ স্পিনারদের জন্য অন্য একটি বেঞ্চ মার্ক তৈরি করেছে।’

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *