রতন সেন স্কুলের শিক্ষার্থী ধর্ষণের নগরীতে প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনার রূপসাস্থ কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর আসর, উদীচী, সিপিবি-নারী সেল, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, টিইউসি-সহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠনের উদ্যোগে মানববন্ধন গতকাল বিকেল ৪টা থেকে ৫:৩০টা পর্যন্ত নগরীর ডিসি অফিসের সামনের সড়কে কমরেড রতন সেন স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয়।
সিপিবি-নারী সেল খুলনা সমন্বয়ক সুতপা বেদজ্ঞের সভাপতিত্বে এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলদারের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরী, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র আহŸায়ক এড. কুদরত-ই-খুদা, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খুলনা’র সভাপতি এড. অসিত কুমার হালদার, সাধারণ সম্পাদক এড. সন্দীপ রায়, টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, উদীচী’র প্রকৌশলী সুখেন রায়, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মনিরুল ইসলাম রিপন, সদস্য মাহবুবুল আলম বুলবুল, প্রধান শিক্ষক লক্ষণ সাহা, শিক্ষক স্বপ্না রানী বিশ্বাস, বিউটি মিস্ত্রী, তন্নী দত্ত, জয়া বোস, মানবাধিকার কর্মী সিলভী হারুন, সাংস্কৃতিক কর্মী মোজাম্মেল হক, লুৎফুন্নœাহার পলাশী, খেলাঘর আসরের কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান মুকুল, শরীফুল ইসলাম সেলিম, প্রাক্তন সিবিএ নেতা এম এ কাশেম, সিপিবি নেতা নিতাই পাল, অধ্যপক সঞ্জয় সাহা, বাসদ মার্কসবাদীর রুহুল আমিন, টিইউসি নেতা রুস্তম আলী হাওলাদার, রহমান মোল্লা, রঙ্গলাল মৃধা, উন্নয়ন কর্মী বাহালুল আলম, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, উজ্জল বিশ্বাস, লাল বাউল খেলাঘর আসরের সুস্মিত সাইফ আহমেদ, মিথুন চৌধুরী ডাবলু, হাফিজুর রহমান, ছাত্র ইউনিয়ন নেতা সৌরভ সমাদ্দার, হুজাইফা আল আমিন, কৃষ্ণেন্দু বাছাড়, নাহিদ হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা কমরেড রতন সেন স্কুলের শিক্ষার্থী ধর্ষণের তদন্তকারী সংস্থাকে সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহŸান জানান।