রংপুরে প্রতিবন্ধীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে; এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার হারাগাছ পৌরশহরের হরিণটারী গ্রামে এ ঘটনা ঘটে বলে রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া জানান।
এ অভিযোগে শনিবার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। আনুমানিক ২২ ও ২৬ বছর বয়সী গ্রেপ্তার ওই দুই যুবকও একই এলাকার বাসিন্দা। ওই কিশোরীর মা বলেন, গত বৃহস্পতিবার তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে (১৬) কয়েকজন যুবক অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। পরে মেয়ে তাকে ঘটনা জানায়।
পরিদর্শক রাজিফুজ্জামান জানান, শুক্রবার রাতে মেয়েটির মা হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে বলেও তিনি জানান।