রংপুরে অটবি লিমিটেড এর নতুন শোরুমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জনপ্রিয় ও দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান অটবি লিমিটেড এর উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার (২৭ শে ফেব্রæয়ারী) রংপুর নগরীরর টার্মিনাল রোড গনেশপুর ক্লাব মোড়ে অটবির আরো একটি শাখা শোরুম ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ও অটবি লিমিটেড এর সিইও সুদীপ্ত গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন অটবি লিমিটেড এর হেড আফ সেলাস আহম্মেদ শুকাইরী সহ প্রতিষ্ঠানের অন্যান্য বেক্তিবর্গগন। এছাড়া দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়। অটবি শোরুমে পাবেন আপনার বাসা ও অফিসের আধুনিক ফার্ণিচার সল্যুশন।