যোগিপোলে চেয়ারম্যান প্রার্থী খান নজরুলের পক্ষে গণসংযোগ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকের দলীয় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান নজরুল ইসলামের পক্ষে ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী যোগিপোল ইউনিয়নের বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
সকাল ৯টায় খানাবাড়ী, ল্যাবরেটরী স্কুল মোড়, কুয়েট ক্যাম্পাস এবং বিকালে কুয়েট আবাসিক এলাকা ও খানাবাড়ী নারিকেল তলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় দিঘলিয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবির খোকন, মুক্তিযোদ্ধা এয়ার আলী মোল্যা, সদস্য সচিব মোঃ শফিউদ্দিন শফি, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যা, মিনা হাবিবুর রহমান, আবুল কাশেম দিপু, খানাবাড়ী যুব সংঘের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মেহেদী হাসান, ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।