September 20, 2024
আঞ্চলিক

যুগ্ম সচিব মেজবাহ উদ্দিনের সাথে বরিশাল সমিতির মতবিনিময়

 

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মেধাবী ও প্রভাবশালী যুগ্ম সচিব (খুলনার সাবেক ডিসি) এবং বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা মেজবাহ উদ্দিনের সাথে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ গতকাল সোমবার সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় ফুল দিয়ে অতিথিকে খুলনায় স্বাগত জানানো হয়।

এ সময় মেজবাহ উদ্দিন সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাÐ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপর আস্থা রেখে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহŸান জানান। তিনি সমিতির কর্মকাÐের খোঁজ-খবর নেন এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির নেতা মোঃ ফিরোজ আলম খান, আলহাজ্ব মনির হোসেন, কাজী নূরুল ইসলাম, আলহাজ্ব অধ্যাপক শিকদার রুহুল আমীন, রোটাঃ আলতাফ হোসেন, আলহাজ্ব কাঞ্চন আলী খান, মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, এম এ ছালাম, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, হুমায়ুন কবির খান, এ্যাড. শহীদুল ইসলাম, শাখাওয়াত হোসেন মনু, রোটাঃ রুহুল আমিন মিঠু, এ্যাড. মাসুম বিল্লাহ, অধ্যক্ষ আঁখি আক্তার, রোটাঃ আল আমিন রাকিব, এইচ এম মুনতাকিম সেজান, তানজীদ হাসান খান রাদী প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *