October 30, 2024
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়, নিহত কমপক্ষে ৫

দক্ষিণাঞ্চল ডেস্ক
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। মেক্সিকোতে ঝড়টি শুরু হলেও পরে যুক্তরাষ্ট্রে এসে এটি তুষারঝড়ে পরিণত হয়। ঝড়টি এখন দেশটির রাজধানী ওয়াশিংটন ও ভার্জিনিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এর আগে ঝড়ের কারণে দেশটির মধ্যপশ্চিমাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়। তুষারঝড়ে মিজৌরি ও কানসাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়। শনিবার সেখানে ১০ ইঞ্চি পর্যন্ত পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মিজৌরি ও কানসাসের সড়ক তুষারে ঢেকে গেছে। পিচ্ছিল সড়ক দিয়ে চলাচলের সময় দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তুষারঝড়ের কারণে সেন্ট লুয়িসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দরের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
ওয়াশিংটনে ১৫ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। ভার্জিনিয়ার অধিবাসীদের সতর্ক করে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *