যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টকর্মী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে রিকশায় লেগুনার ধাক্কায় এক গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। নিহত মো. খোকন (৪০) ওই এলাকার সিনহা টেক্সটাইল মিলে কাজ করতেন। তার গ্রামের বাড়ী নওগাঁয়, পরিবার নিয়ে কাঁচপুর বাজারের পাশে থাকতেন তিনি। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে খোকনের বন্ধু কামাল সরদার জানিয়েছেন।
তিনি বলেন, বিকালে তারা রিকশায় করে ধোলাইপাড় আসছিলেন। পথে মীর হাজিরবাগ এলাকায় একটি লেগুনা রিকশাকে ধাক্কা দেয়। এতে তারা দুজন ছিটকে পড়েন। খোকনের মাথায় আঘাত লাগে। খোকনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই লেগুনা চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে ডেমরা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।