October 3, 2024
জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা ছিটকে পড়ে এক নারীসহ দুই আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রবিবার সকাল সোয়া ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

নিহতরা হলেন- ব্র্যাক ব্যাংক যশোরের চুড়ামনকাটি শাখায় ক্যাশিয়ার তানিয়া (২৫) ও যশোর সদরের দৌলতদিহি এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান (৩৮)। আহত প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারাকে (২৪) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শানতলায় অটোরিকশাটি দাড়িয়েছিল। এ সময় ঝিনাইদহমুখী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি ছিটকে রাস্তার ধারে একটি গাছে আছড়ে পড়ে। এতে তানিয়া ও হাসান ঘটনাস্থলেই মারা যান।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তির এনাম উদ্দিন বলেন, এখানে আনার আগেই দুই জন মারা যান। আহত প্রতীক ও নজরুলের শারীরিক অবস্থাও আশঙ্কামুক্ত নয়।

হাসপাতালেল সার্জারি চিকিৎসক অজয় সরকার বলেন, মনোয়ারার মাথার আঘাত গুরুতর। তাকে দ্রæত ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে ওসি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *