ময়ূর নদ দখলমুক্তকরণের উদ্যোগে বাপা’র স্বস্তি
খবর বিজ্ঞপ্তি
দীর্ঘদিন ধরে অবাধে অবৈধভাবে গড়ে ওঠা ময়ূর নদের দু’কূলের স্থাপনা এবং অবৈধ দখলমুক্তকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার নেতৃবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ এ বিষয়ে নাগরিকবৃন্দকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্ববান জানান।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার সমন্বয়কারী এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, নির্বাহী সদস্য যথাক্রমে মাহফুজুর রহমান মুকুল, এস এম ইকবাল হোসেন বিপ্লব, এম এ কাশেম, হিরণ¥য় মণ্ডল, এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, এম মোস্তফা কামাল, মাহবুব আলম বাদশা, খ ম শাহিন হোসেন, কামরুল কাজল প্রমুখ। নেতৃবৃন্দ বিবৃতিতে অতীতের ন্যায় পথিমধ্যে কর্মকাণ্ডটি যেন থমকে না যায়, সেদিকেও সংশ্লিষ্টদের সজাগ থাকার আহŸান জানান।