ময়মনসিংহে বোন হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পাঁচ বছর আগে ছোট বোনকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত রুবেল মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আকনপাড়া গ্রামের বাদশা মিয়া তার স্ত্রী সন্তানদের নিয়ে ভালুকা উপজেলা জমিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ভাড়া থেকে চাকরি করতেন।
২০১৪ সালের ৩ ফেব্র“য়ারি তার মেয়ে আমেনা খাতুনকে তার বড় ছেলে রুবেল হত্যা করে। এ ঘটনায় ওই রাতে ছেলে রুবেলকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাদশা।