ময়মনসিংহে ট্রাক চাপায় নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক চাপায় এক রিকশা চালক ও এক পথচারীর প্রাণ গেছে। ভালুকা থানার ওসি মো. মইনউদ্দিন জানান, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- পথচারী কুমিল্লার বুড়িচং উপজেলার ৫৫ বছরের অনোয়ার হোসেন।
ওসি বলেন, বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে ভালুকায় যাচ্ছিল। বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা ও এক পথচারীকে চাপা দেয়। এ সময় রিকশার চালক ও পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ ও ট্রাকটি উদ্ধার করে বলে জানান মইনউদ্দিন।