মোড়েলগঞ্জে মৎস্য ঘের দখলের চেষ্টা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে গুয়াতলা গ্রামে একটি মৎস্য ঘের দখলের চেষ্টা চাদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ঘের মালিক দেলোয়ার হোসেন তালুকদার। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে মৃত কাদের তালুকদারের পুত্র দেলোয়ার হোসেন তালুকদার নিজ জমিতে দীর্ঘদিন ধরে গলদা ও বাগদা চিংড়ি সহ সাদা মাছের ঘের করে আসছে। উক্ত ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের কাদের ফরাজির পুত্র মো. মালেক ফরাজির সাথে তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সকাল ১০টার দিকে মালেক ফরাজির নের্তৃত্বে রুহুল শেখ, সাগর ফরাজি সহ ৪/৫ জনের একটি দল ওই মৎস্য ঘেরটি দখলের চেষ্টায় হামলা করে। এ সময় হামলাকারিরা ঘেরের মধ্যে ২টি পাতিলে পানি ফেলে বলে ঘের তাদের দখলে ঘের ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ঘেরটি না ছাড়লে ২ লাখ টাকা দিতে হবে শাসিয়ে যায়। এ ঘটনায় ঘের মালিক দেলোয়ার হোসেন তালুকদার বাদি হয়ে মালেক ফরাজি সহ ৪/৫ জনের নাম উল্লেখ্য করে বুধবার মোড়েলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ঘের সংক্রান্ত একটি অভিযোগে পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।