September 15, 2024
আঞ্চলিক

মোড়েলগঞ্জে ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় কাপুড়িয়াপট্টি এলাকায় এ মানববন্ধনে মোরেলগঞ্জ সদর বাজারের ৩ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। গতকাল বুধবার প্রবীন ব্যবসায়ী তুজাম্বর আলীকে (৬৫) দুর্বৃত্তরা মারপিট করে রক্তাত্ত জখম করলে আজ এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে পৌরসভা মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন, মো. ঘারুন শেখ প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা ব্যবসায়ী তুজাম্বর আলীর ওপর হামলাকারিদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। কাউন্সিলর তপন পোদ্দার, অলিউর রহমান হাওলাদার ও নান্না শেখ এতে অংশ গ্রহন করেন। আহত ব্যবসায়ী তুজাম্বর আলী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *