April 25, 2024
আঞ্চলিক

মোড়েলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ২০ লাখ টাকা অনুদান

 

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৮টি শ্রেণি পেশার ১১০ জন লোকের পেশাগত মান উন্নয়নের জন্য প্রায় ২০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামার, কুমার, বাশ-বেত প্রস্তুতকারক, হেয়ার ড্রেসিং, জুতা মেরামতকারি, কাসা-পিতল প্রস্তুতকারি, লোক শিল্প ও নকশিকাথার সাথে জড়িত এমন ১১০ জনকে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়।

অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ টাকা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। সমাজসেবা অধিদপ্তর বাগেরহাট জেলা উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, শরণখোলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মোড়েলগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির এসময় উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *