মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে বাজেট ঘোষণা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৪ কোটি ৩১ লাখ ৬ হাজার ২১৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে ১৩নং ইউনিয়ন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু গতকাল বুধবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সভায় এ বাজেট ঘোষনা করেন।
বেসরকারি সংস্থা র্ডরপ এর পানিই জীবন প্রকল্পের ফেইজ-২ এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান। উন্মুক্ত এ বাজেট সভায় ইউপি সদস্য মো. আলম মৃধা, লুৎফর আকন, আনোয়ার হোসেন, লুৎফর চৌকিদার, জসিম মৃধা, আবুল কালাম, মিলন তালুকদার, আসাদুল মাষ্টার ও যুবলীগ নেতা আনিসুর রহমান কাইয়ুম এ সময় উপস্থিত ছিলেন।