October 9, 2024
জাতীয়লেটেস্ট

মোদীর কাছে জনগণের প্রত্যাশার প্রতিফলন চান পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

দিল্লিতে হিন্দু-মুসলিম সহিংসতার জেরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অতিথির কাছে বাংলাদেশের ’জনগণের প্রত্যাশা ও ইচ্ছার’ প্রতিফলন চান তিনি।

গতকাল রবিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে মোদীর আগমন নিয়ে বাংলাদেশে প্রতিবাদ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের নিয়মে মেহমানদারি যা করার তা করব, সম্মান আমরা দিব। মেহমান যিনি রাজি হয়েছেন আসবার, মেহমানকে আমরা সম্মান দিব।

তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা এবং জনগণের ইচ্ছা এগুলোর ব্যাপারে একটা ভালো অবস্থান নেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে বাংলাদেশ; বছরব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ। মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদীও রয়েছেন।

এর মধ্যে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে গেল সপ্তাহে রাজধানী দিল্লিতে হিন্দু-মুসলিম সহিংসতায় ৪০ জনের বেশি মানুষ নিহত হন। মুসলমানদের ওপর নির্যাতনের খবর সংবাদমাধ্যমে আসার পর মোদীর ঢাকা সফর বাতিলের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন।

বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে ‘সা¤প্রদায়িক আখ্যা’ দিয়ে তারা বলছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আনা হলে বঙ্গবন্ধুকে ‘অপমান করা হবে’।

তবে ভারতের প্রধানমন্ত্রী মোদী ওই অনুষ্ঠানে আসছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। আমরা দাওয়াতও দিয়েছি। ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য। বাকি অনেক কিছু নিয়ে আলাপ হবে।

দিল্লিতে সংঘাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-এর ওয়েবসাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *