মেট্রোরেল প্রকল্পে রডের আঘাতে শ্রমিক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীতে মেট্রোরেল নির্মাণের কাজ করার সময় রডের আঘাতে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। শুক্রবার সকালে হাই কোর্ট এলাকায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। নিহত সবুজ ইসলাম (২৫) নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া এলাকার বাসিন্দা। তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকতেন।
পুলিশ পরিদর্শক বাচ্চু বলেন, সকালে ১১টার দিকে হাই কোর্ট এলাকায় রাস্তার উপর রড বাঁধাইয়ের কাজ করছিলেন সবুজ ও শফিকুল নামে আরেক শ্রমিক। এসময় কয়েকটি রড কাত হয়ে তাদের উপর পড়ে যায়। শফিকুল সঙ্গে সঙ্গে সরে আসতে পারলেও রডে সবুজের বুকে জোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় তার মৃত্যু হয়।