মুন্সীগঞ্জে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, উপজেলার চরাঞ্চলে ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তপনের তালা মার্কায় ভোট চাইতে যান লৌহজং-টেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মামুন ও তার লোকজন। একই জায়গায় অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির বেপারীর লোকজনও ভোট চাইতে যান ওই এলাকায়। জাকিরও সেখানে যান।

উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় জাকির আহত হন। তার গাড়িও ভাঙচুর করা হয়। পরে জাকিরকে লৌহজং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে জানিয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *