September 18, 2024
আঞ্চলিক

মুজিবনগর দিবসে খুলনার কর্মসূচি

 

তথ্য বিবরণী

খুলনায় ঐতিহাসিক মুজিনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐ দিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা সাতটায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতিসংঘ পার্কে ও সুবিধাজনক সময়ে শহরের গুরুত্বপূর্ণ বিদ্যালয়সমূহে বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

১৭ এপ্রিল সকল উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করবে এবং স্থানীয় দৈনিক সংবাদপত্রসমূহ মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *