মুক্তিযোদ্ধা লীগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে নবগঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর কমিটির উদ্যোগে খুলনাস্থ কমিটি সমূহের পরিচিতি ও বিভাগীয় সম্মেলন-২০১৯ গত বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু হল’-এ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন অর রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন মানিক। সম্মানীয় অতিথি ছিলেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর (ডাঃ) মোল্লা ওবায়দুল্লাহ বাকী, সাহিদ হোসেন স্বরণ, ডাঃ মোঃ মশিউদ্দিন, প্রফেসর মোঃ আবুল বাশার মোল্লা। প্রধান বক্তা ছিলেন মোঃ ফজলুল হক আকন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. চৌধুরী মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (আর্মি), এম এম অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মকিদুল ইসলাম, ফিরোজ আহমেদ তারু, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধ কাকা মিয়া, মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, মোঃ হাফিজুর রহমান মুকুল, দিলরুবা সুলতানা মুক্তা, হাফেজ ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্লা হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, মাহবুবুল আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক এড. পারভীন আক্তার, কেন্দ্রীয় সহ-সভাপতি মোসাঃ সেলিনা বেগম, সাবেক পরিচালক (স্বাস্থ্য) বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইসহাক আলী, মহিলা মুক্তিযোদ্ধা লীগের উপদেষ্টা মিসেস নূরিনা রহমান বিউটি, নূর জাহান রুমি প্রমুখ।