মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের নির্বাহী কমিটির পরিচিতি সভা
পাইকগাছা প্রতিনিধি
মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা শুক্রবার সন্ধায় সংগঠনের পাইকগাছাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বি.এম.এ. কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আব্দুল করিম, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক প্রভাষক রেবা আক্তার কুসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, প্রভাষক বজলুর রহমান, কোষাধ্যক্ষ প্রভাষক এস রোহতাব উদ্দিন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক আন্দ্রীয় ডি রোজারিও, দপ্তর সম্পাদক এস.এম. রাজিব আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মফিজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, সাংগঠনিক সম্পাদক শেখ ইমরান হোসেন প্রিন্স, সদস্য প্রধান শিক্ষক খালেকুজ্জামান, অজিত কুমার সরকার, অঞ্জলী রাণী শীল, ইউপি সদস্য প্রদীপ মহলদার, প্রভাষক মোমিন উদ্দীন ও মাসুদ রানা। সভায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহিত হয়।