October 12, 2024
আঞ্চলিক

মুকসুদপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ ব্যাপক সাড়ম্বরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপে তফসিল মতে ২৪ মার্চ মুকসুদপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রæয়ারী মুকসুদপুর সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অসিার ও উপজেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম জানান নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান ৫জন, ভাইস চেয়ারম্যান ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মুকসুদপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, সাবেক মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. কাবির মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তইমুজ্জামান রানা, জাকের পার্টির মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন এ.বি.এম. মাসুদুর রহমান, পরিতোশ সরকার, মো. রবিউল ইসলাম, দুলাল হোসেন মুন্সী, রফিকুল ইসলাম মিরন, সঞ্জিত সরকার, মো. মিজানুর রহমান মোল্যা, সৈকত মন্ডল। নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তাপসী বিশ্বাস দুর্গা, হারিজা আক্তার, বিপ্লবী রায়, রেঞ্জুয়ারা বেগম, রিনা বেগম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *