মুকসুদপুরে মাঠ দিবস পালন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় মাঠ দিবস পালন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খান্দারপাড়ায় ফলন পার্থক্য কমানো প্রযুক্তির মাঠ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উজ্জল সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্ষক কাউছার আহমেদ, খান্দারপাড়া ইউপি সদস্য কাবুল শেখ, মৌ চাষী মঞ্জনু কাজী, সরিষা চাষী লিছু শেখ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভপাতি আমিনুল ইসলাম মিলন মোল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন খান্দারপাড়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রুহুল কুদ্দুস আহমেদ। অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের সরিষা আবাদে বিভিন্ন দিকনির্দেশনা দেন কৃষি অফিসারগণ।