মুকসুদপুরে বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন ও মতবিনিময় সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
“বিয়ের আইন মেনে চলি, সুখী সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্য বিবাহ বিরোধী ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর পৌরসভা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা ইনর্চাজ ওসি মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন মনিটরিং সমন্বয়কারী আবুল বাশার খান, গোপালগঞ্জ জেলা সমন্বয়কারী আবুল কালাম, মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, কেন্দ্র সিপিও কমিটি সদস্য মোশারেফ হোসেন মিলন মিয়া, আব্দুল ছালাম খান, পৌরসভা কাউন্সিলর জাকির হোসেন মিয়া, মহিলা কাউন্সিলার রুপালী, কাজী মাওলানা কাদের, শিক্ষক মিরাজুল হক, কেন্দ্র সিটিও সদস্য অরুপ রতন সরকার, খালেদা জামান, আমেনা ইসলাম, শুজিত কুমার প্রমুখ। সভা সঞ্চলনা করেন মুকসুদপুর পৌরসভা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের রথিন্দ্রনাথ বিশ্বাস । এসময় কয়েকপি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, লিগ্যাল এইড এসোসিয়েশনের কেন্দ্র সিপিও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।