মুকসুদপুরে পুত্রবধূর সাথে বাকবিতন্ডায় শাশুড়ির আত্মহত্যা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পুত্রবধূর সাথে ঝগড়া করে গীতা বালা (৫৫) নামে এক শাশুড়ি বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার কলিগ্রাম চরে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কলিগ্রাম চর গ্রামের প্রেমচান বালার স্ত্রী গীতা বালার সাথে পুত্রবধূ পপি বালা (২০) এর সাথে শাশুড়ির দুপুরে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যায় সবার অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আউয়াল হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।