October 8, 2024
আঞ্চলিক

মুকসুদপুরে পুকুর খননকালে মাটি চাপা পড়ে ২ শ্রমিক নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুর খননকালে মাটি চাপা পড়ে ২ মাটিকাটা শ্রমীক নিহতের ঘটনা ঘটেছে।  শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড়ে এই ঘটনা ঘটে।

গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান ওবাইদুল ইসলাম জানান, তার গ্রামের হাসান মুন্সীর জমির পুকুরে মাটিকাটার সময় পুকুরের পাড় ভেঙ্গে ২ শ্রমিক মাটি চাপা পড়ে। পরে ঘটনাস্থলেই ওই গ্রামের মোকসেদ শেখের ছেলে সাহিদ শেখ (৫০) মারা যায়। গুরুতর আহত একই গ্রামের মাজিয়া মুন্সীর ছেলে আবু শামা মুন্সী (৪০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনা হয়। মুকসুদপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোগীর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। শনিবার ভোরে আবু শামা মুন্সী ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *