মুকসুদপুরে আর্সেনিকোসেস প্রতিরোধ বিষয়ক কর্মশালা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার উজ্জল সাহা, মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত ইদ্রীস আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, সাংবাদিক হায়দার হোসেন, ছিরু মিয়া, সরদার মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।