December 9, 2024
আঞ্চলিক

মুকসুদপুরে অগ্রণী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং “দুয়ার” শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গোহালা বাজারে এজেন্ট ব্যাংকিং “দুয়ার” উদ্বোধন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ সামস্-উল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. হেদায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেডের মহা ব্যবস্থাপক (এইচআরপিডি) এ এম আবিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আহসান, মহাব্যবস্থাপক (ক্রেডিট) আব্দুস সালাম মোল্যা, মহাব্যবস্থাপক (আইটি) শফিকুর রহমান সাদিক, উপ-মহাব্যবস্থাপক (আইটি) এনামুল মাওলা, ফরিদপুর সার্কেল মহাব্যবস্থাপক সেলিম আহমেদ, বাংলাদেশ শিল্প কলা একাডেমি চারুকলা বিভাগ পরিচালক আশরাফুল আলম পপলু, জেলা দায়রা জজ জহিরুল বাকি টিটো, কাজী হারুন উর রশীদ, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান খান, গোহালা ইউপি চেয়ারম্যান শফিকুল আলম মোল্যা, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান। গোহালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আ. মোতালেব মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন গোহালা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও অগ্রণী ব্যাংক গোহালা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট অহিদুল আলম ডাবলু। ফিতা কেটে ব্যাংক উদ্বোধন শেষে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ সামস্-উল ইসলাম কে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্যাংক উদ্বোধন শেষে এলাকার ২শাতাধিক দুুঃস্থ শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *