October 8, 2024
আঞ্চলিক

মালেক উকিলের স্ত্রীর মৃত্যুতে আ’লীগের শোক

আওয়ামী লীগ কার্যালয় : ০২ জানুয়ারি ’১৯
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্পিকার ও স্বাস্থ্যমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের সহধর্মিণী সবুরা মালেক আর নেই। গত মঙ্গলবার বিকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ……… রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। গতকাল বুধবার বিকালে নোয়াখালীর মাইজদি কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। সবুরা মালেকের মৃত্যুতে গভীর শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *