পরে মধ্যরাতে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত দায় স্বীকারের একটি আরবি বার্তায় বলা হয়, “আল্লাহর ইচ্ছায় খেলাফতের সৈনিকরা ছদ্মবেশে ঢাকার মালিবাগে মুরতাদ পুলিশের দিকে বোমা ছুড়লে তিন জন আহত হয়েছে। যাবতীয় প্রশংসা আল্লাহর।”
এবিষয়ে মন্তব্য জানতে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজ মনিরুল ইসলামকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এঘটনায় পুলিশে বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে সোমবার বিস্ফোরক আইনে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের এডিসি শিবলি নোমান জানিয়েছেন।
এ ঘটনার পর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঢাকায় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে।
সুত্র ঃ বিডিনিউজ২৪