September 14, 2024
জাতীয়

মালিবাগে দুই পোশাককর্মী নিহতের ঘটনায় বাসচালক কারাগারে

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার মালিবাগের সড়কে দুই পোশাককর্মী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসের চালককে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার চালক মো. জুনায়েদকে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে তোলে পুলিশ। হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ফারুক খান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছিলেন। মঙ্গলবার মালিবাগ চৌধুরী পাড়ায় সুপ্রভাত পরিবহনের ওই বাসের চাপায় নিহত হন দুই নারী পোশাক শ্রমিক। এরপর শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করে, ভাংচুর করে শতাধিক গাড়ি, কয়েকটিতে আগুনও দেওয়া হয়।

নিহত নাহিদা পারভীন পলি (১৯) ও মীম আক্তার (১৩) এমএইচ গার্মেন্টে কাজ করতেন। দুজনে মগবাজার পূর্ব নয়াটোলায় ভাড়া থাকতেন। পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত ইজাজ আহম্মেদের মেয়ে। মীম বগুড়ার গাবতলীর উপজেলার সোনা মিয়ার মেয়ে। মঙ্গলবার রাতেই নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *