April 27, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

মালিতে অস্ত্রধারীদের হামলায় শতাধিক গ্রামবাসী নিহত

মালির মধ্যাঞ্চলে ফুলানি সম্পদায়ের একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় ১শ জনেরও বেশি গ্রামবাসী নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
দেশটিতে জাতিসংঘের প্রতিনিধিদলের সফরের এ সময়েই হামলার ঘটনাটি ঘটল।
পার্শ্ববর্তী ওউয়েঙ্কোরোর মেয়র চেইক হারুনা সাঙ্কারে বলেন, ওগোসাগোউ গ্রামে এই হামলায় ১শ ১৫ জন নিহত হয়েছে। দোগান শিকারীর পোশাক পরা এসব লোক ফুলানিদের গ্রামে বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে।
এর আগে তিনি বলেছিলেন, এই হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। তবে বহু লোক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
ওই লাশগুলো এখন পাওয়া গেছে।
নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারীরা গুলি করে ও কুপিয়ে গ্রামবাসীদের হত্যা করে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মালির সেনাবাহিনী বিকেলে ঘটনাস্থলে ছুটে যায়।
তারা জানায়, এই ঘটনায় অন্তত ১শ ১৫ জন নিহত হয়েছে।
জীবিতরা এই ঘটনার জন্য দোগান শিকারীদের দায়ী করেছে।
শনিবার ভোরে বারকিনা ফাসোর সীমান্তবর্তী গ্রামটিতে এ হামলা চালানো হয় বলে একধিক সূত্র জানিয়েছে।
অঞ্চলটিতে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা-সহিসংতা দেখা দেয়।
দুই প্রত্যক্ষদর্শী পৃথকভাবে জানায়, গ্রামের প্রায় সব বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে।
সাহেল অঞ্চলে জিহাদিদের ঝুঁকির প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল যখন দেশটিতে, ঠিক সেই সময়ে এ ঘটনা ঘটল।
মালিতে জাতিসংঘের মিশন এমআইএনইউএসএমএ টুইট বার্তায় বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়ে মালি সরকারের প্রতি ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *