October 9, 2024
আন্তর্জাতিক

মার্কিন সেনার করোনা ছড়ানোর দাবি : চীনা রাষ্ট্রদূতকে তলব

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস মার্কিন সামরিক বাহিনী বিশ্বজুড়ে ছড়িয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের এমন দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা ডেভিড স্টিলওয়েল শুক্রবার (১৩ মার্চ) ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চুই তিয়ানকাইকে তলব করেন বলে সংবাদে জানানো হয়। এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মান্দারিন ও ইংরেজি ভাষা লেখা টুইটবার্তায় দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীই চীনের উহানে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী।

টুইটবার্তায় তিনি বলেন, ‘আসলে যুক্তরাষ্ট্রের স্বচ্ছতার অভাব রয়েছে। যুক্তরাষ্ট্রে কখন প্রথম রোগী শনাক্ত হলো? কয়জন আক্রান্ত হয়েছে? হাসপাতালগুলোর নাম কী? হতে পারে, মার্কিন সামরিক বাহিনীই এ মহামারী উহানে এনেছে। স্বচ্ছ হন! নিজেদের তথ্য প্রকাশ করুন। যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে!’

২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় করোনা ভাইরাস সংক্রমণের। এখন পর্যন্ত বিশ্বের ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ছয়শ ৮৬ জন আক্রান্ত হয়। ভাইরাস সংক্রমণের এ পর্যন্ত মৃত্যু হয় পাঁচ হাজার চারশ ৩৬ জন রোগীর। বাংলাদেশে এখন পর্যন্ত তিনজনের করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দু’জন ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *