October 6, 2024
জাতীয়

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন পর্যবেক্ষণে

দক্ষিণাঞ্চল ডেস্ক

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলার সিভিল সার্জন একেএম আনোয়ারুল আমিন আখন্দ একথা জানান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এরা মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় নিজেদের বাড়িতে এসেছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, শিবালয়ে ৬ জন, সাটুরিয়ায় ১৮ জন, দৌলতপুরে দুই জন এবং সিঙ্গাইরে একজন রয়েছেন।

চীন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন বলে সিভিল সার্জন জানান। এসব বিদেশফেরতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টিনে) রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও বাড়ির ভেতরে রাখা হয়েছে। তিনি বলেন, তাদের সবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কারও কোনো সমস্যা পাওয়া যায়নি।

সিভিল সার্জন বলেন, এই ৫৯ জন ও তাদের পরিবারের কাউকে বাড়ি থেকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টিন ইউনিট খোলা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে সেখানে পাঠানো হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *