July 21, 2024
জাতীয়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাইকে কুপিয়ে হত্যা

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় ৮০ বছরের এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার চাচতো ভাই। রোববার রাত পৌনে ১১টার দিকে উপজেলার শশরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান। নিহত আমির উদ্দিনের (৮০) বাড়ি ওই এলাকায়। আমিরের চাচাচো ভাই লোকমান হোসেন তুরারকে (৫০) আটক করেছে পুলিশ। তার বাড়িও একই এলাকায়।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, তুরা প্রায়ই মদ ও খাঁজা সেবন করতেন। রোববার এলাকার একটি দোকানের সামনে বসে তুরাকে মদ পান করতে দেখে আমির তাকে বাধা দেয়। এ সময় দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে আমির বাড়ির সামনে মাচায় বসে ছিল। এ সময় তুরা দা দিয়ে আমিরকে কুপিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী তুরাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *