মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্টতায় বরখাস্ত হল খুলনার ডিবি পুলিশের এসআই
অনলাইন প্রতিবেদক
মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতার অভিযোগে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার কৃপাসিন্ধু তরফদারকে (২৯) বরখাস্ত করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু।
মিঠু বলেন, মাদকের সঙ্গে ডিবির এসআই কৃপাসিন্ধু তরফদারের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে এসআই কৃপাসিন্ধু তরফদারকে বৈকালী এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
“মাদক ব্যবসায়ীদের সাথে সখ্য থাকায় তিনি সেখানে ঘোরাফেরা করছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। বিষয়টি রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় খালিশপুর থানা পুলিশ।”
ওসি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই কৃপাসিন্ধুর বিরুদ্ধে খালিশপুর থানায় একটি জিডি করা হয়েছে।
সূত্র-বিডিনিজ২৪