October 7, 2024
আঞ্চলিক

মাদকমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নিতে হবে : শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নিতে যুব সমাজের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আজকের যুবক আগামী দিনের কর্ণধার। তিনি আরো বলেন,আইন প্রয়োগের সময় আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এটা শুধু এ সরকারের সময় নয়, দুর্নীতিবাজরা বৃটিশ আমল, পাকিস্তান অমলেও বেরিয়ে যেত, এখনো বেরিয়ে যায়। দুর্নীতির দায় থেকে বেরিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করার জন্য সরকার আইনকানুন সংস্কার করে গতি বাড়াচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দুর্নীতি কমানো যাচ্ছে বলেই অর্থনীতিতে সাড়ে আট ভাগ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। দুর্নীতি দমনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেখ হারুনুর রশিদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শিরোমনিস্থ দিশারী যুব পর্ষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় কলেজ মাঠে সংগঠনের সভাপতি আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, কামরুজ্জামান জামাল, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান, কার্ত্তিক চন্দ্র বিশ^াস, অধ্যক্ষ দাউদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তহিন, জয়ন্ত্রী বিশ^াস, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমিক নেতা আলহাজ¦ আনসার আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান হিরকের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন পাপিয়া সুলতানা শিউলি, শারমিন রশিদ সিমা,এ ্যাড.আকতারুনেছা তিতাস, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম, তাপস জোয়াদ্দার, রাকিবুজ্জামান ইমন, দীপ পান্ডে বিশ^ প্রমুখ। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জেলার দাকোপ, বটিয়াঘাটা ও ফুলতলায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *