September 19, 2024
আঞ্চলিক

মাত্তমডাঙ্গায় বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের মাত্তমডাঙ্গায় নাজমুলের বাড়ির প্রধান গেটের তালা ভেঙ্গে  মটর সাইকেল চুরি হয়েছে। গত ১৪ ফেব্রæয়ারি শুক্রবার রাত ১০টার সময়  মাত্তমডাঙ্গা এলাকার মৃত আব্দুল্লাহ আহম্মেদের পুত্র নাজমুল হাসান প্রতিদিনের মত বাড়ির প্রধান গেটের তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন।

গতকাল শনিবার সকাল ৬ টার সময় ঘুম থেকে উঠে দেখে তার বাসার পিছনের দরজার বাহির থেকে বন্ধ করা এবং মুল গেটের তালা ভাঙ্গা, এ সময় সিড়ি ঘরে যেয়ে দেখে তার ব্যবহৃত পালসার মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো নং ২৩-৫৭০৩) সিড়ি ঘরে নাই।

এ ব্যপারে ভুক্তভোগী নাজমুল বাদী হয়ে খানজাহান আলী থানায় ১টি সাধারণ ডায়রী করেছে, যার নং-৬২০। ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকের ব্যপারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *