October 7, 2024
আঞ্চলিক

মহিলা পরিষদের জংশন শাখার কমিটি ঘোষণা

 

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ মহিলা পরিষদের খালিশপুর জংশন শাখা কমিটি ঘোষণা দেয়া হয়। গতকাল বিকাল চারটায় পাড়ার এক সভায় ১১ সদস্যের এ আহবায়ক কমিটি ঘোষণা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের খুলনা জেলার যুগ্ন আহবায়ক অধ্যাপক অজান্তা দাস, অর্থ সম্পাদক  ইশরাত আরা হীরা, সদস্য খাদিজা কবির তুলি, এড. পপি ব্যানার্জি, এড. জাহানারা পারভিন প্রমুখ ।

কমিটিতে আহবায়ক করা হয় প্রতিভা মিস্ত্রি। মোহনা আক্তার শান্তুু ও নাছিমা আক্তারকে। এছাড়া যুগ্ম আহবায়ক মোহনা আক্তার শান্তুু ও নাছিমা আক্তারকে করা হয়। সদস্য করা হয় শেখ ফাতেমা, সালমা আক্তার, তানিয়া, সনিয়া খাতুন, নাজমা বেগম, শাহানা, শারমিন আক্তার বিথী, রেশমা বেগম, সাবানা খাতুন, নাজমুন নাহার পারুল।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *