September 18, 2024
জাতীয়

মহিলা আ’লীগ নেত্রী মুক্তিযোদ্ধা আশরাফুন্নেসার ইন্তেকাল

দক্ষিণাঞ্চল ডেস্ক
সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আশরাফুন্নেসা মোশারফ মারা গেছেন। মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আশরাফুন্নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুকসানা জানিয়েছেন।
জুমার পর মিরপুর শাহ আলী মসজিদ, বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তারপরে মিরপুর মাজার মসজিদে তার জানাজা হয়। বাদ মাগরিব এই রাজনীতিককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এম সি এ স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার মোশাররফ হোসেনের স্ত্রী আশরাফুন্নেসাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ঢাকার মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও ও ধানমন্ডি উত্তর এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। মোশাররফ ও আশরাফুন্নেসার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *