মরণোত্তর সম্মাননা পেলেন ভাষা সৈনিক এম এ গফুর
পাইকগাছা প্রতিনিধি
অবশেষে মরণোত্তর সম্মাননা পেয়েছেন ভাষা সৈনিক শহীদ এম,এ গফুর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহোচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমএনএ শহীদ এম,এ গফুরকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
গত বৃহস্পতিার উপজেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহীদ এম,এ গফুরের পরিবারের সদস্যদের নিকট এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন এম,এ গফুরের ছেলে আনোয়ার জাহিদ রবিন ও মেয়ে তামারা হক ছন্দা।